ইলামবাজার: শীর্ষ অঞ্চল VP ও সিভিক এবং সমাজ কর্মীবৃন্দদের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় খড়ুই বাসস্ট্যান্ডে
শীর্ষ অঞ্চল VP ও সিভিক এবং সমাজ কর্মীবৃন্দদের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় খড়ুই বাসস্ট্যান্ডে বেলা ১১ঃ০০ টা নাগাদ।কমবেশি ৫০ জন রক্তদাতা এই শিবিরে স্বেচ্ছায় রক্তদান করে। উপস্থিত তৃণমূলের ব্লক সভাপতি,জয়দেব কেন্দুলির পুলিশ ফাঁড়ির আইসি,শীর্ষাগ্রাম পঞ্চায়েতের প্রধান,শীর্ষা অঞ্চল তৃণমূলের সভাপতি সহ অগণিত সাধারণ মানুষ।