রঘুনাথপুর ১: অল ইন্ডিয়া রেলওয়ে ওমেন পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে আদ্রা ডিভিশনের তিন রেলকর্মী সোনা,রূপো ও ব্রোঞ্জ পদক ছিনিয়ে নিল
উত্তরাখণ্ডের দেরাদুনে অনুষ্ঠিত হওয়া ১৫তম অল ইন্ডিয়া রেলওয়ে ওমেন পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশন নজরকাড়া সাফল্য অর্জন করল। আদ্রা ডিভিশনের তিন মহিলা রেলকর্মী, পি. নিশান্তি, সাথুপতি দোয়ারকা এবং সুমন দেবী নিজেদের অসাধারণ পারফরম্যান্সে সোনা, রূপো ও ব্রোঞ্জ পদক জিতে আদ্রা ডিভিশনের নামকে আরও উজ্বল করলেন। আদ্রা ডিভিশনের এই তিন মহিলা রেলকর্মী ওজন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে সোনা, রূপো ও ব্রোঞ্জ পদক ছিনিয়ে নেন।