মানবাজার ২: আঁকরো গ্রামে নিয়ন্ত্রন হারিয়ে ক্যানেলে উল্টে গেলো ট্রাক্টর
নিয়ন্ত্রণ হারিয়ে ক্যানেলে উল্টে গেল ট্রাক্টর। বৃহস্পতিবার আনুমানিক বেলা সাড়ে বারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বোরো থানার অন্তর্ভুক্ত আঁকরো বড়কদম অঞ্চলের আঁকরো গ্রামে।স্থানীয় সূত্রে জানা যায় এই দুর্ঘটনায় কোন বড়সড় ক্ষয়ক্ষতি হয়নি।পরবর্তীকালে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঞ্ছায় বোরো থানার পুলিশ।