আলিপুরদুয়ার ১: বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে TMC-এর উপর চাপ বাড়াতে আলিপুরদুয়ারে বিভিন্ন জায়গায় পরিবর্তন যাত্রা শুরু করলো BJP
শুক্রবার থেকে আলিপুরদুয়ার জেলায় শুরু হল বিজেপির পরিবর্তন সভা।আগামী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই বিজেপির এই পরিবর্তন সভা আয়োজন করা হচ্ছে বিভিন্ন জায়গায়।এদিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আলিপুরদুয়ার শহরে নিউ আলিপুরদুয়ার মোড়ে পরিবর্তন সভা হয় সেখানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি মিঠু দাস।অন্যদিকে আলিপুরদুয়ার -১ ব্লকের খয়েরবাড়ি বাজারেও একই রকম পরিবর্তন সভা ও মিছিল করা হয়।