বরাবাজার: বরাবাজার থানায় নতুন আইসি হিসেবে যোগদান করছেন ইন্সপেক্টর সিদ্ধার্থ সাহা
পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানা যায় বরাবাজার থানা নতুন আইসি হিসেবে যোগদান করতে চলেছেন সিদ্ধার্থ সাহা, তিনি ছাতনা থানায় আইসি হিসেবে কর্মরত ছিলেন। রাজ্যের অন্যান্য থানার সঙ্গে সঙ্গে বরাবাজার থানাতেও নতুন আইসি হিসেবে যোগদান করছেন সিদ্ধার্থ সাহা।