গড়বেতার খড়্কুশমা অঞ্চলে বিজেপির ভাঙন ধরালো শাসক দল,সোমবার বিকেলে মালিবান্দী ও লোধা বুথ থেকে ২১টি পরিবার তৃণমূলে যোগদান করেন,এমনটাই দাবি তৃণমূলের,এই দিন নব তৃণমূল কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তরা সিংহ হাজরা, এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম সিংহ রায়,জেলা পরিষদের সদস্য শান্তনু দে,ব্লক সভানেত্রী মিঠু পতিহার,সাবিনা বেগম সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা।