ঘোড়ার ছুট দেখতে গিয়ে আক্রান্ত হলেন এক মহিলা। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের ধর্মতলা এলাকায়। ঘোড়ার ধাক্কা খেয়ে গুরুতর জখম হয়েছেন মোমেনা মোল্লা। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান, পড়ে এদিন সন্ধ্যায় ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।