ময়ূরেশ্বর ১: মাতাল- গাজাল- জোয়ারীতে সাঁইথিয়া ভরে গেছে, মল্লারপুরে এমনই মন্তব্য করলেন বীরভূম জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক
মাতাল- গাজাল- জোয়ারীতে সাঁইথিয়া ভরে গেছে, মল্লারপুরে আজ রাতে এমনই মন্তব্য করলেন বীরভূম জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক রথীন সেন। প্রসঙ্গত গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বৃহস্পতিবার সাঁইথিয়া থানার পুলিশ আনুমানিক ১০ কেজি গাঁজা সহ এক মহিলাকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে আটটা নাগাদ সাঁইথিয়া থানার আমোদপুর পুলিশ ফাঁড়ির লাভপুর-আহমদপুর রোডের কাছে কুসুমডিহি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়।