টোটো গাড়ির দৌরত্ব হাঁসখালি, ধানতলা রানাঘাট নয়,গোটা নদীয়া জেলায় বিভিন্ন জায়গাই টোটো চলাচল মানুষের চলাচলের পক্ষে যথেষ্ট কষ্টকর। জাতীয় সড়ক বা শহরে পুরনো টোটো রাস্তায় চলাচলের ক্ষেত্রে অনেক সময় রাস্তার মাঝে খারাপ হয়। সেই কারণেও যান জটের সৃষ্টি হয় তাই রাজ্যের পরিবহন মন্ত্রী টোটো গাড়ি রেজিস্ট্রেশন করার সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এমনই বলছেন নদীয়া দক্ষিণের যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি বিপ্লব কর।