আগুনে পুড়ে ভস্মিভূত বাড়ির সর্বস্ব,অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন পুরশুড়া বিধায়ক।জানা যায়,গত বুধবার আরামবাগের অর্জুনপাড়া এলাকায় নিরাপদ মুর্মুর বাড়িতে ভয়াবহ আগুন লাগে।পুড়ে ছাই হয়ে যায় বাড়ির জিনিসপত্র।শনিবার সেই পরিবারের সাথে দেখা করতে উপস্থিত হন পুরশুড়া বিধায়ক।তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সমস্যার কথা শোনার পাশাপাশি তাঁদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন এছাড়াও প্রয়োজনীয় জিনিস ও খাবার তুলে দেন।বিধায়কের উদ্যোগে খুশি এলাকার মানুষ সহ ক্ষতিগ্রস্ত পরিবার।