ভগবানগোলা থানার অন্তর্গত ডাঙ্গাপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, স্কুটিতে করে চুরি করতে এসে স্কুটিটিই ফেলে পালিয়েছে চোর। এমনই দাবি করেছেন চুরির শিকার গৃহস্থ শাহজাহান। স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাহানের বাড়ির পাশে জল তোলার জন্য বসানো একটি মোটর পাম্প ছিল। ভোররাত্রি নাগাদ ঘুম থেকে উঠে তিনি দেখতে পান পাম্পটি সেখানে নেই। ঘটনাস্থল খুঁটিয়ে দেখতে গিয়ে তিনি লক্ষ্য করেন, পাম্পের কাছেই একটি স্কুটির চাবি পড়ে রয়েছে। এতে তাঁর সন