পুরুলিয়া ২: সদর ২ নং চক্রের প্রাথমিক পড়ুয়াদের চক্রস্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হল পুরুলিয়া ২ নং ব্লকের হুটমুড়া এলাকায়
প্রতিবছরের মতো এ বছরও পুরুলিয়া সদর ২ নম্বর চক্রের প্রাথমিক স্তরের ছাত্র-ছাত্রীদের ৪১ তম চক্রস্তুরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হল পুরুলিয়া দু নম্বর ব্লকের হুটমুড়া এলাকায় । আজ বিকাল প্রায় সাড়ে চারটা নাগাদ এই প্রতিযোগিতা শেষ হয় ।