পলাশীপাড়া বিধানসভার অন্তর্গত বিলকুমারী পঞ্চায়েতের শুভনগর শ্রী শ্রী তারকব্রহ্ম মহানবম যজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে অংশ গ্রহণ করলেন পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য্য, এদিন এই অনুষ্ঠানে নামাবলী পরিয়ে বরণ করা হয় বিধায়ককে। অনুষ্ঠানে উপস্থিত থেকে পরিচালন কমিটির সঙ্গে বিশেষ কিছু আলাপচারিত সারেন। সেই সাথে এলাকার মানুষের সঙ্গে জনসংযোগ। এলাকার কয়েকশো মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সোমবার আনুমানিক সন্ধ্যা সাতটা নাগাদ সেই ছবি উঠে এলো।