স্বর্গীয় কানুচন্দ্র দাস মহাশয় স্মৃতি কাপ যুব সমাজকে মাঠ মুখি করতে চার দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন, ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই। যুব সমাজকে মোবাইল ও অন্যান্য নেশার হাত থেকে দূরে রেখে মাঠ মুখি করার লক্ষ্যে চার দিনব্যাপী এক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিল হাতিনগর ক্রিকেট একাডেমি। স্বর্গীয় কানুচন্দ্র দাস মহাশয়ের স্মৃতিতে আয়োজিত এই ক্রিকেট প্রতিযোগিতা স্থানীয় যুবকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।