ঝাড়খন্ডসীমান্তবর্তী তিরুলডী এলাকায় রাস্তার মধ্যে পারাপার দাতাল হাতি, আতঙ্কে পথযাত্রীরা। শুক্রবার বিকাল সাড়ে পাঁচটা নাগাদ স্থানীয় বনদপ্তর সূত্রে জানা যায় ঝাড়খন্ড বেঙ্গল সীমান্তবর্তী জঙ্গল এলাকায় ঘোরাফেরা করছে বুনো হাতি। এর আগে ফসল নষ্ট, বাড়ি ভেঙে ফেলা, এমনকি প্রানে মেরে ফেলার মত ঘটনা ঘটেছে। তাই বন বিভাগের পক্ষ থেকে বারংবার সকলকে সচেতনতা করা হয়ে থাকে। তবে এদিন তিরুলডী এলাকায় সড়কের মধ্যে হাতি পারাপারে বেশ কিছুক্ষণ যানবাহন থমকে যায়। আতঙ্কে ছিল পথয