দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভার কাশিনগর তেলিপুকুর এলাকার এক ভাড়া বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় এক গৃহবধুর মৃত দেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ালো জানাজায় গত তিন মাস আগে কাশিনগর সব্জিপটি এলাকার এক যুবক অপূর্ব পাঠক হুগলি এলাকার এক মহিলাকে নিয়ে তেলিপুকুর এলাকার এক ভাড়া বাড়িতে থাকতো। প্রায় সময় দুজনের মধ্যে অশান্তি হতো এমনটাই অভিযোগ বাড়িওয়ালার ভাইপো, উত্তম ভান্ডারী ।বারবার বলা সত্ত্বেও বাড়ি ছাড়তো না তবে বাড়িওয়ালা জানান পৌষ মাস কেটে গেলে ওই য