রাজনগরের ইদগাছা গ্রামে শুক্রবার ইট ভাঁটা মালিকদের নিয়ে বাউরি সমাজের শ্রমিক সংগঠনের বৈঠক আয়োজিত হল। রাজনগর এলাকার ইট ভাটায় যেসব শ্রমিকরা কাজ করেন তাদের ভাঁটা মালিকদের পক্ষ থেকে এক হাজার ইট তৈরি করার জন্য, আটশো টাকা মজুরি হিসেবে দেওয়া হয়। এই সব শ্রমিকদের দাবি হাজার প্রতি পারিশ্রমিক বাড়ানোর দাবি করা হয়। এরই পরিপ্রেক্ষিতে ভাঁটা মালিকদের নিয়ে বৈঠক করে পশ্চিমবঙ্গ বাউরি সমাজের শ্রমিক সংগঠন।