আরামবাগ: রক্ত সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবির ও ২০টি মোবাইল ফেরাল আরামবাগ থানা
রক্ত সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন আরামবাগ থানায়।বুধবার এই শিবিরে থানার পুলিশ কর্মী থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার,সব মিলিয়ে শতাধিক মানুষ রক্তদান করেন।পাশাপাশি এদিন আরামবাগ থানার পক্ষ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়।চুরি ও হারিয়ে যাওয়া মোট ২০টি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেন থানার আধিকারিকরা।সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ SDPO সুপ্রভাত চক্রবর্তী, থানার IC রাকেশ সিং সহ অন্যান্য আধিকারিকরা।