উত্তর ২৪ পরগনা জেলার হাসনাবাদ ব্লকের ভেবিয়া কদমতলা এলাকায় মাদক বিক্রিতা সন্দেহে এক ব্যক্তিকে সোমবার বিকাল চারটা নাগাদ আটকালো হাসনাবাদ থানার পুলিশ । গত কয়েক দিন ধরেই গোপন সূত্রের এমনটাই খবর আসছিল হাসনাবাদ থানার পুলিশের কাছে।। সেই খবরের ভিত্তিতে হাসনাবাদ থানার পুলিশ শনিবার বিকাল ৫ টা নাগাদ ওই এলাকায় গিয়ে নিষিদ্ধ তরল মাদকতা চোলাই মদ বিক্রির সন্দেহে এক ব্যক্তিকে আটক করছে পুলিশ।। আটক করা ওই ব্যক্তির নাম ও পরিচয় গোপন রেখেছে হাসনাবাদ থানা।