বারাসাত ১: বারাসাতে লেডিস পার্লারের আড়ালে মধুচক্রের রমরমা!অশোকনগর শিশু পাচার কাণ্ড নিয়ে সাংবাদিক বৈঠক করলেন পুলিশ সুপার
বারাসাতে লেডিস পার্লারের আড়ালে মধুচক্রের রমরমা! অশোকনগর শিশু পাচার কাণ্ড নিয়ে সাংবাদিক বৈঠক করলেন পুলিশ সুপার প্রতীক্ষা ঝারকারিয়া। বারাসাতে হানা, মালিক ও ম্যানেজার ১৪ দিনের পুলিশি হেফাজতে বারাসাত জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খারিয়া মঙ্গলবার এসপি অফিসে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে অশোকনগরের শিশু পাচার কাণ্ড এবং এর সূত্র ধরে বারাসাতে মধুচক্রের ব্যবসার পর্দাফাঁসের বিষয়ে বিস্তারিত তথ্য দেন। গত সেপ্টেম্বর মাসে অশোকনগর এলাকায় মাসির বাড়ি থেকে একটি নাবালিকা