শান্তিপুর শহর ও ব্লকের টোটো রেজিস্ট্রেশন নিয়ে পৌরসভার পক্ষে কি জানালেন CIC মেম্বার শুভজিৎ দে, শান্তিপুর শহরে ও ব্লকে টোটোর দৌরাত্ম্যে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে, প্রতিদিন যানজট বেড়েই চলেছে, কে বৈধ টোটো আর কে অবৈধ তা নিয়ে সংশয় ও দুর্ঘটনা বেড়েই চলেছে আর এরই মধ্যে রাজ্য সরকার টোটোর বৈধতা করণের জন্য সরকারীভাবে রেজিস্ট্রেশনের নিদান এনেছেন তবে বেশ কিছু টাকার বিনিময়ে এই রেজিস্ট্রেশন করাতে হচ্ছে আর এতেই সমস্যা আর আজ বিকেল ৫ টা নাগাদ এই বিষয় নিয়ে শান্তি