আজ তৃনমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে চন্দ্রকোনা-২ নম্বর ব্লকের ঝাঁকরা এলাকায় একটি সুবিশাল বাইক র্যালি - র আয়োজন করা হয়, বাইক র ্যালিতে অংশগ্রহণ করেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধাড়া সহ এলাকার তৃনমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। আজ বিকেল চারটা নাগাদ বাইক র ্যালিটির আয়োজন করা হয় ঝাকরা এলাকায় ।