মুখ্যমন্ত্রীর ঘোষণায় কামারপুকুর মঠে শুরু হয়েছে উন্নয়নের কাজ।খতিয়ে দেখলেন পূর্ত দপ্তরের প্রধান সচিব,জেলা শাসক সহ অন্যান্য অধিকারিকরা।জানা গেছে,5ই আগস্ট কামারপুকুর এসে জয়রামবাটি-কামারপুকুর উন্নয়ন পর্ষদ গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী।মঠ ও মিশনে নতুন অতিথি নিবাস ও পার্কিং লট সহ উন্নয়নের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করেছিলেন।মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে বাস টার্মিনাল তৈরির কাজ চলছে।তা খতিয়ে দেখতে আসেন আধিকারিকরা।কাজ খতিয়ে দেখার পাশাপাশি একটি বৈঠক করেন তারা।