খোয়াই: বারবিল এলাকা থেকে গাজা সেবনকারী ২ যুবককে আটক করে সুভাষ পার্ক পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে
Khowai, Khowai | Dec 1, 2025 দুই যুবক বারবিল এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে গাজা সেবন করার জন্য গাঁজা ক্রয় করে নিয়ে যাওয়ার সময় পুলিশ তাদেরকে আটক করে। তাদেরকে আটক করে খোয়াই সুভাষার পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।