গলসি ২: সাটিনন্দী অঞ্চলের পোড়দিঘী গ্রামের আদিবাসী মানুষের সাথে SIR সংক্রান্ত বিষয়ে কথা বললেন ব্লক তৃণমূল সভাপতি
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে সারা রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে SIR সংক্রান্ত বিষয়ে মানুষের পাশে থাকা। যাতে রাজ্যের কোন মানুষই অসুবিধাই না পড়েন। সেইমত সাটিনন্দী অঞ্চলের পোড়দিঘী গ্রামের আদিবাসী মানুষের সাথে SIR সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে ও তাদের অভিযোগ ও সমস্যা সমাধান করতে এগিয়ে লেন গলসি ২ তৃণমূল সভাপতি শৈলেন হালদার