*হরিণঘাটায় বাংলা বাঁচাও যাত্রা উপলক্ষে বাইক টোটো মিছিল* নদীয়া জেলার হরিণঘাটা ব্লক সিপিআইএম এরিয়া কমিটির পক্ষ থেকে বাংলা বাঁচাও যাত্রা উপলক্ষে সু বিশাল বাইক টোটো র্যালি। এই র্যালিতে একশোরও বেশি বাইক এবং অটো টোটো শামিল হয়েছিল। এই বাংলা বাঁচাও যাত্রার র্যালি শুরু হয়েছিল বিরহী বাজার থেকে নিমতলা বাজার পর্যন্ত। এই র্যালিতে সকলের মুখে স্লোগান ছিল, স্কুল বাঁচাও, শিক্ষা বাঁচাও, একশ দিনের কাজ বাঁচাও, লুটের হাত থেকে আবাস বাঁচাও। ফসলের দামের ন্যায্য মূল্য