গৃহবধুকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার শ্বামী ও শ্বশুর কে রবিবার রায়গঞ্জ আদালতে পেশ করলো রায়গঞ্জ থানার পুলিশ। ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত৷ পুলিশ সুত্রে জানা গেছে অভিযুক্ত স্বামী ও শ্বশুরের নাম যথাক্রমে তালা মুর্মু এবং শামু মুর্মু। বাড়ি রায়গঞ্জের বীরঘই এলাকায়। পুলিশ সুত্রে জানা গেছে শনিবার বাড়ির পাশের একটি গাছে ওই গৃহবধুর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।