কাঁথি পৌরসভাকে শোকজ করল রাজ্যের মুখ্য সচিব তৃণমূলের পরিচালিত কাঁথি পৌরসভা মানুষকে যথাযথ পৌর পরিষেবা দিচ্ছে না বলে অভিযোগ, শহরবাসী অভিযোগ শহরের প্রতিটি মোর অন্ধকারে ডুবে আছে নর্দমার গন্ধে নাভিশ্বাস চড়া হাড় ট্যাক্স আদায় করছে রাস্তাঘাট রক্ষণাবেক্ষণ হচ্ছে না একাধিক অভিযোগ পেয়ে ৭ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছেপৌরসভাকে, যথাযথ উত্তর না পেলে পৌরসভা ভেঙে দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে,পৌরসভার ১৮ ওয়ার্ডের কাউন্সিলর সুশীল দাস বলেন সব দিক থেকে ব্যর্থ