ইলামবাজার ব্লকের জয়দেব অঞ্চলের সন্তোষপুর গ্রামে অন্নপূর্ণা পূজা ও নবান্ন উৎসব প্রতিবছরের মতো মহাসমারোহে অনুষ্ঠিত হয় দুপুর ১ টা নাগাদ।প্রতিবছরের মতো এ বছরও এই অগ্রাহায়ন মাসে নবান্ন উৎসব ও অন্নপূর্ণা পূজা মহাসমারোহে অনুষ্ঠিত হয়।কচিকাঁচা থেকে শুরু করে গ্রামের সমস্ত মানুষ এই নবান্ন উৎসবে মেতে ওঠে।অন্নপূর্ণা পূজার পর সমস্ত মানুষদেরকে প্রসাদ বিতরণ করা হয়।