হাবড়া ২: অশোকনগর মানিকতলা এলাকায় পড়ে গিয়ে পা ভাঙলো এক বি এল ওর
একের পর এক অসুস্থ হয়ে পড়ছে বি এল ও, কিছুদিন আগেই মছলন্দপুর এলাকায় কাজের চাপ সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়ে এক বি এল ও। এবার মানিকতলা এলাকায় পড়ে গিয়ে পা ভাঙলো বি এল ওর । হাবরা হাসপাতালে চিকিৎসা হয় তার