শুরু হয়েছে SIR এর হেয়ারিং এর কাজ।এদিন ৯ জানুয়ারি শুক্রবার সকাল থেকে মুরারই২ ব্লকের পাইকরে বিডিও অফিসে যেসব ব্যক্তিদের হেয়ারিংয়ের জন্য ডাকা হয়েছিল তাদের সকাল থেকে ভিড় দেখা যায় বিডিও অফিসে। এদিন দুপুরের দিকে সেই চিত্র উঠে এসেছে আমাদের ক্যামেরায়। উপস্থিত ছিলেন মুরারই২ ব্লকের বিডিও মিন্টু ঘোষাল, জয়েন্ট বিডিও অর্ঘ্য দে সহ অন্যান্য ব্লক প্রশাসনিক আধিকারিকরা।