পূর্বস্থলী ১: "ধর্ম হোক, জাত হোক শেষ কথা বলে পেটের খিদে, মন্দির - মসজিদে সিপিএম নেই" নিমতলা বাজারে এসে মন্তব্য মীনাক্ষী মুখার্জির
ধর্ম হোক জাত হোক শেষ কথা বলে পেটের খিদে, বামপন্থীরা পেটের খিদের কারণ, পেটের খিদে না মেঠা, আর পেটের খিদে কিভাবে মিটবে তার কথা বলছে, ধর্ম নিয়ে কোন কথা তারা বলছে না। পাশাপাশি হুমায়ুন কবীর তাদের দলে যোগদান প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি এই প্রশ্নের কোন মন্তব্য করতে চাননি। ১০০ দিনের কাজ ২০০ দিনের হবে কিনা জিনিসপত্রের দাম কমবে কিনা এটাই আমাদের মূল বক্তব্য। সিপিএমের বাংলা বাঁচাও কর্মসূচিতে নিমতলা বাজারে এসে মন্তব্য মীনাক্ষী মুখার্জীর।