রবিবার রাতে পুরুলিয়া শহরের জিইএল চার্চ ময়দানে দ্বিতীয় বর্ষ খাদি মেলায় প্রচুর মানুষের ভিড়। আগামী কুড়ি জানুয়ারি পর্যন্ত এই খাদিমেলা চলবে পুরুলিয়ার চাচ ময়দানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু মানুষ তাদের সম্মান নিয়ে হাজির হয়েছেন।। করা হয়েছে ৭৫ টি স্টল।