পশ্চিমবঙ্গে মানুষের মাথাপিছু ঋণের বোঝা 70 হাজার পৌঁছে দিয়েছে সরকার,এমনি দাবি করে আরামবাগে এসে সিস্টেম বদলের বার্তা দিলেন ISF চেয়ারম্যান তথা ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকী।শনিবার ISF পক্ষ থেকে আরামবাগের হাসপাতাল মোড়ে অধিকার সমাবেশের আয়োজন করা হয়।উপস্থিত হন নওশাদ সিদ্দিকী।সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দাগেন।দুই সরকার মিলে মানুষকে বোকা বানাচ্ছে এই বার্তা মানুষের কাছে বারবার তিনি তুলে ধরেন।ও