এম জি এন আর ই জি এ প্রকল্পের নাম পাল্টে অন্য নামকরণ করার প্রতিবাদে রাজ্য দূরে বামপন্থী সংগঠন গুলির চলছে প্রতিবাদ মিছিল ও সভা সেইসঙ্গে বরাবাজারে বুধবার বিকেলে আয়োজিত হলো সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে প্রতিবাদ মিছিল ও পথসভা। বরাবাজার সিপিআইএম পার্টির দলীয় কার্যালয় থেকে শুরু করে চকবাজার পর্যন্ত সেই প্রতিবাদ মিছিলে হাঁটেন সংগঠনের নেতাকর্মীরা এবং চকবাজারে মিলিত হয় পথসভায়।