আলিপুরদুয়ার ১: নদীর জল বাড়ায় বন্যা নিয়ে আতঙ্কের মাঝেই হাতির উপদ্রবে নাভিশ্বাস শালকুমারের বাসিন্দারা,হাতির হানায় ফসল নষ্ট
শিসামারা নদীতে জল বাড়ালেই সিদুরে মেঘ দেখে আলিপুরদুয়ার -১ ব্লকের শালকুমার এলাকার বাসিন্দারা।কয়েকদিন থেকে লাগাতার বৃষ্টিতে নদীতে জল বেড়েছে। এতে চিন্তা বেড়েছে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে।রবিবার সন্ধ্যা ছয়টা নাগাদ আবার জানা যায় লাগাতার হাতির হানা হচ্ছে ওই এলাকায়। জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে বেরিয়ে হাতির দল ওই শালকুমার -১ ও শালকুমার -৩ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে।