আবারো মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুর শহর জুড়ে। ঘটনাটি ঘটেছে ইসলামপুরের নিতাজিপল্লী এলাকায় শিবশক্তি কালিমন্দিরে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইসলামপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানাগিয়েছে, ইসলামপুরের নেতাজিপল্লিতে অবস্থিত শিবশক্তি ধাম কালী মন্দির থেকে মা কালীর সোনার অলঙ্কার চুরি হয়েছে। মন্দিরের চারপাশে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। দুর্ভাগ্যবশত, মন্দিরের সমস্ত সিসিটিভি ক্যামেরা অকার্যকর থাকায় চোরের ছবি ধরা যায়নি। এ বিষয়ে শনিবার দুপ