মথুরাপুর ২: কঙ্কনদিঘী অঞ্চলের সাংগঠনিক পর্যালোচনায় শভায় উপস্থিত মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ও রায়দিঘি বিধানসভার বিধায়ক
রায়দিঘী বিধানসভার মথুরাপুর দু নম্বর ব্লকের কঙ্কনদিঘী অঞ্চলের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে এক সাংগঠনিক পর্যালোচনা আলোচনা সভার আয়োজন করা হয় ।আজ অর্থাৎ বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ এই সভায় উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার ও রায়দিঘি বিধানসভার বিধায়ক ডাক্তার অলক জলদাতা মথুরাপুর দু'নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি জয় ভূষণ ভান্ডারী ও সহ-সভাপতি সংকীর্তন শিকারী ও কঙ্কনদিঘী অঞ্চলের প্রধান