রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি মঙ্গলকোট ব্লক অফিসেও চলছে SIR–এর শুনানি। শনিবার আনুমানিক দুপুর ৩টা নাগাদ ওই শিবির পরিদর্শনে আসেন এলাকার বিধায়ক অপূর্ব চৌধুরী। তিনি শুনানিতে অংশ নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের নানা সমস্যা ও প্রয়োজনের কথা মনোযোগ দিয়ে শোনেন। বিধায়ক আশ্বাস দেন, প্রাপ্য পরিষেবা পেতে যাতে কোনও অসুবিধা না হয়, সেবিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে ব্যবস্থা নেওয়া হবে।