মুরারই ২: পাইকর গ্রামীন হাসপাতালে মিটিং হলে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল
আজ ১৯ নভেম্বর বুধবার আনুমানিক সকালের দিকে। বীরভূম জেলার মুরারই ২ নম্বর ব্লকের অন্তগত পাইকর গ্রামীন হাসপাতালে উদ্যোগে।পাইকর গ্রামীণ হাসপাতালে মিটিং হলে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরে ৩২ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করলেন। রক্তদানের হাতে স্বেচ্ছায় রক্তদান করার জন্য একটি করে চারা গাছ দেওয়া হয়েছে।