হরিশ্চন্দ্রপুর ১: ফাঁকা মাঠেই স্কুল,নেই রাস্তা, জমির অল্প দিয়ে যাতায়াত করতে হয় ভেজপাড়া শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্র-ছাত্রী শিক্ষিকাদের
গ্রাম থেকে প্রায় ৩০০ মিটার দূরে ফাঁকা মাঠের মধ্যে রয়েছে স্কুল। সেই ইস্কুলে যাওয়ার নেই কোন রাস্তা। রাস্তার দুই পাশে জমি আর তার মাঝে অল্প দিয়ে যাতায়াত করতে হয় হরিশ্চন্দ্রপুর এক ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের ভেস্টপাড়া শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্র-ছাত্রী সহ শিক্ষিকাদের। বর্ষার সময় সেই দুর্ভোগ যেন আরো দ্বিগুণ হয়। প্রশাসন কোনো রকমই দৃষ্টি না করাই অবহেলায় ভুগছে বিদ্যালয়টি। ফলে প্রশাসনিক নজরদারি রাস্তা থেকে বিদ্যালয় এর পরিকাঠামো আরো উন্নতির দাবি।