রাজনগর: প্রবীণ বাম নেতা কমরেড গুরুপদ স্বর্ণকারের প্রয়াণে শোকস্তব্ধ রাজনগর, দলীয় কার্যালয়ে শেষ শ্রদ্ধা, বক্রেশ্বরে শেষকৃত্য
৮৮ বছর বয়সে প্রয়াত হলেন প্রবীণ বাম নেতা কমরেড গুরুপদ স্বর্ণকার। বীরভূমের সীমান্তবর্তী এলাকা রাজনগর এর গাংমুড়ি গ্রামে ১৯৩৮ খ্রিস্টাব্দে স্বর্ণকারের পরিবারে জন্ম গুরুপদ স্বর্ণকারের। 1954 সালে ম্যাট্রিকুলেশনের পরই তিনি বাম আন্দোলনের সাথে নিজেকে যুক্ত করেন। দীর্ঘ সময় তিনি শ্রমিক মজদুরদের আন্দোলনে বড় ভূমিকা গ্রহণ করেন। পরবর্তীতে এলাকা তথা জেলার একজন বিশিষ্ট বাম নেতা হিসাবে পরিচিত হন। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।