তুফানগঞ্জ ১: সাইকেল চোর সন্দেহে এক ব্যক্তিকে পাকড়াও করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে দিল স্থানীয়রা, চাঞ্চল্য বোথরামোড় এলাকায়
ঘটনাটি সোমবার তুফানগঞ্জ শহর বোথরা মোড় এলাকার ঘটনা। ঘটনায় তীব্র চঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর ভেবে পুলিশ সাইকেল চোর সন্ধ্যায় আটক ব্যক্তি কে থানায় নিয়ে আসে। জানা যায় পৌর এলাকার পাঁচ নম্বর ওয়ার্ডে সঞ্জয় সূত্রধর নামে এক ব্যক্তির সাইকেল চুরি করে নিয়ে যাওয়ার পথে হাতেনাতে পাকড়াও করে ওই ব্যক্তিকে। এরপরই শুরু হয় উত্তম মাধ্যম। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে।