শুরু হলো খসড়া তালিকা বিতরণ। মুর্শিদাবাদের এডমিস্ট্রেটিভ বিল্ডিং থেকে প্রতিটি ব্লক অফিসের উদ্দেশ্য খসড়া তালিকা বিতরণ শুরু হলো। এই খসড়া তালিকা প্রথমে ব্লক অফিসে পৌঁছবে সেখান থেকে সমস্ত BLO দের ও রাজনৈতিক দল গুলোর কাছে বিতরণ করা হবে। পাশাপাশি প্রতিটি বুথে এই তালিকা টানিয়ে দেওয়া হবে। এদিন সকাল এগারোটা থেকে খসড়া তালিকা বিতরণী শুরু হয়েছে।