গ্যাস সিলিন্ডার বোঝাই লরির পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা বাইকের। মৃত এক ও আশঙ্কাজনক এক কিশোর। মঙ্গলবার মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের আমপাড়া এলাকায় জাতীয় সড়কে। মৃতের নাম ফিরোজ রহমান(১৮) ও জখম আরফান ফিরদৌস বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার মুস্কিপুর এলাকার মুরিয়াপুকুর গ্রামে। জানা গিয়েছে, চেকপোষ্ট থেকে বাইক নিয়ে রায়গঞ্জ মুখে বাড়ির ফিরছিল তাঁরা। সেই সময় সামনে থাকা ট্রাকের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বাইক।