গাজোল: জনসাধারণের সুবিধার্থে মশাল দিঘী এলাকায় উত্তর মালদার M.P খগেন মুর্মু ফিতা কেটে উদ্বোধন করলেন CAA সহায়তা কেন্দ্র
Gazole, Maldah | Nov 30, 2025 প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে গাজোলে চালু হলো CAA সহায়তা কেন্দ্রপ্রবল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গাজোলের মশাল দিঘী এলাকায় চালু হলো CAA সহায়তা কেন্দ্র। রবিবার বেলা ২টা নাগাদ ফিতে কেটে সহায়তা কেন্দ্রটির উদ্বোধন করেন উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, গাজোল ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্মিলা রাজবংশী, গাজোল ১ মন্ডলের সভাপতি নিহার রঞ্জন মন্ডলসহ এলাকায় অন্যান্য স্থানীয় নেতৃত্ব। উদ্বোধনের