বুধবার দুপুরে হাওড়া শ্যামপুর থানার কুলটিকুরি গ্রামের বাসিন্দা বৃদ্ধা লীলাবতী জানাকে তার নাতির হাতে তুলে দিয়ে এক মানবিকতার নজির রাখল নবদ্বীপ থানার পুলিশ,সূত্রের খবর গত ২০ ডিসেম্বর আত্মীয়র বাড়িতে আসবেন বলে নবদ্বীপ এসেছিলেন বৃদ্ধা,আত্মীয়র বাড়ি খুঁজে না পেয়ে আশ্রয় নেন রানীরঘাট গঙ্গার ধারে,পরে উদ্ধার করে প্রথমে আশ্রম ও হাসপাতালে ভর্তি করে পুলিশ, খবর পাঠানো হয় শ্যামপুর থানায়,থানা মারফত খবর পেয়ে আজ দিদাকে নিতে ছুটে আসে নাতি নবীন কুমার মাইতি।