জমি নিয়ে বিবাদের জেরে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল নিকট আত্মীয়দের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের ট্যাংরাখালি গ্রামে। ঘটনায় জখম হয়েছেন নুরাঙ্গি মোল্লা ওরফে ভন্তা মোল্লা। এই ঘটনায় অভিযোগের আঙুল আব্দুল মোমিন মোল্লা, ভোদো মোল্লা সহ তাদের অনুগামিদের বিরুদ্ধে। আহত যুবক এ বিষয়ে ক্যানিং থানায় অভিযোগ জানানোর জন্য আসেন সকাল নটা নাগাদ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।