নানুর: SIR এর খসড়া তালিকা প্রকাশ হতেই নানুর বিধানসভা এলাকা থেকে বাদ পড়লো ১৫০৭৯ জন ভোটারের নাম
Nanoor, Birbhum | Dec 16, 2025 এবার বীরভূমের নানুর বিধানসভা এলাকা জুড়ে SIR তালিকা থেকে বাদ পড়লো ১৫ হাজার ৭৯ জন ভোটারের নাম।উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রকাশ করা SIR এর খসড়া তালিকা সামনে আসতেই রাজ্য জুড়ে একাধিক ভোটের নাম বাদ যাওয়ার খবর এসেছে। সেই মতো এদিন সন্ধ্যা নাগাদ নানুর ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে, SIR এর খসড়া তালিকা থেকে নানুর বিধানসভা এলাকা জুড়ে ১৫ হাজার ৭৯ জন ভোটারের নাম বাদ পড়েছে। যাঁদের নাম বাদ গেছে তাঁদের মধ্যে অধিকাংশই মৃত ভোটার ও যাঁরা।