রবিবার সকাল থেকেই শীতলকুচি ব্লক জুড়ে নেমেছে কনকনে ঠান্ডা। ঘন কুয়াশার চাদরে ঢেকে রয়েছে গোটা এলাকা। এর জেরে শীতলকুচির ব্যস্ততম কেন্দ্র হিসেবে পরিচিত শীতলকুচি বাজার চৌপথি এদিন কার্যত শুনশান হয়ে পড়ে। প্রতিদিন যেখানে সকাল থেকেই মানুষের ভিড় ও যানবাহনের ব্যস্ততা চোখে পড়ে, সেখানে এদিন ঠান্ডা ও কুয়াশার প্রভাবে সেই চিত্র একেবারেই উল্টো। তীব্র শীতের হাত থেকে রেহাই পেতে বাজার চত্বরের বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে তাপ পোহাতে দেখা যায় অনেককেই।